বার্সার জন্য মেসির মাঠে থাকা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা বিরতির পর থেকে। একমাত্র কাতালান জায়ান্টদের গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান বার্সা অধিনায়কের সমান সময় মাঠে অতিবাহিত করেছেন।
বার্সার হয়ে ৮ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন আরও একজন। তিনি জেরার্ড পিকে। স্প্যানিশ সেন্টার-ব্যাক অবশ্য লেগানেস ও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে রিপ্লেস হয়েছিলেন।
মৌসুম শেষ হওয়ার আগে আরও ৩ ম্যাচ হাতে পাচ্ছে বার্সা। বাকি তিন ম্যাচে বার্সার প্রতিপক্ষ যথাক্রমে রিয়াল ভায়াদোলিদ, ওসাসুনা এবং আলাভেস। এরপর মৌসুমে দলটির মূল লক্ষ্য তথা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে দুই সপ্তাহের বিরতি পাবেন মেসিরা।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
Leave a Reply