বাচ্চারা আবার স্কুল ব্যাগ গোছাবে
টিফিনের মেন্যু নিয়ে মা’র সাথে ঝগড়া করবে।
অফিসে, বসের ব্যস্ত চেহারার দেখা মিলবে।
একদিন ঝড় কেটে যাবে
কলকারখানার চাকা ঘুরবে
ট্রেন চলবে, প্লেন উড়বে,
যাদুঘর, চিড়িয়াখানা, শিশুপার্ক উন্মুক্ত থাকবে।
সিনেমা হলে নতুন ছবির ব্যানার ঝুলবে।
সেদিন ডক্টররা বীরের বেশে,
পরিবারের বুকে ফিরে যাবে।
আমাদের ভালোবাসায় সিক্ত হবে।
মঙ্গল শোভাযাত্রায় আনন্দের বন্যা বইবে
এবাদতের জন্য মসজিদের দরজা খোলা থাকবে
ঈদের নামাজ শেষে,
সেদিন আঙুল দিয়ে আনন্দের অশ্রু মোছা যাবে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ০২, ২০২০
Leave a Reply