ময়মনসিংহ-নেত্রকোণা রোডে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বেলতলী নামক স্থান থেকে গত ২ জুলাই উদ্ধারকৃত অজ্ঞাত সেই বৃদ্ধ লোকটি মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দু:খজনক হলেও সত্য যে, তার কোন পরিচয় জানা যায়নি। বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইনে এ বিষয়ে নিউজ প্রকাশিত হলেও আজও পর্যন্ত তাকে কেহ সনাক্ত করেননি। মারা যাওয়ার বিষয়টি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত নিশ্চিত করেন। জানা যায়, অজ্ঞাত এই বৃদ্ধ লোকটি বিসকার বেলতলী নামক স্থানে রাস্তার পাশে পড়ে থাকলে এলাকাবাসী তারাকান্দা উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মন্ডলকে অবগত করেন। পরে রুবেল মন্ডল তারাকান্দা থানা পুলিশের সহায়তায় বৃদ্ধকে উদ্ধার করে ওইদিনই সন্ধায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রায় আট দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৯ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, বৃদ্ধকে উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পায়ে পঁচন ধরেছিল আর পেশাবের রাস্তায় তখন নল লাগানো ছিল। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর পর ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজীর সহযোগিতায় শুক্রবার বাদ জুমা কাজিয়াকান্দা কামিল মাদরাসা মাঠে জানাজাশেষে তাকে ফুলপুর আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply