–অবনী অনিমেষ
করোনা তোমাকে নেগেটিভ রেখেছে আমাকে করেছে পজেটিভ!
তোমারও দুয়ারে জমা রেখে এসেছি সকল মঙ্গল দ্বীপ
যদি পারো মনে রেখো আমার গানের সুর
আর হলো না শেষ দেখাটা প্রিয় শেরপুর!
এই শহরটা হয়নি আমার! তবুও পরে থাকি
চিড়িয়াখানা আমার মতো মানুষ রাখে নাকি?
খাঁচার ভেতর হোক ঠিকানা আর কিছুদিন বাঁচি
জোড়াসাঁকোর পাশেই যেমন বিশাল সোনাগাছি!
সবাই জানুক একটা মানুষ চিড়িয়াখানায় থাকে
খাঁচার ভেতর যেমন পাখি আকাশ ধরে রাখে!
Leave a Reply