ময়মনসিংহের ফুলপুরে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিক ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১২টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে জায়গা স্বল্পতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২ দফায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল জুমের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী প্রমুখ। আরডিও এনামুল হকের উপস্থাপনায় সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ডিএডি অমিত সরকার ও ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর মাসুদ হাসান। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগণ ও সাংবাদিকবৃন্দসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। এতে ‘বুঝে শুনে বিদেশ যাই, স্বচ্ছলতা, সম্মান দুটোই পাই’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, দক্ষ জনগোষ্ঠী দেশের সম্পদ। আমাদের যুবশক্তিকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে ফুলপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এছাড়া শিক্ষকদের সহায়তায় ছেলেমেয়েদেরকে স্কুল পর্যায় থেকেই দক্ষ করে গড়ে তোলার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতি বছর প্রত্যেক উপজেলা হতে ১ হাজার জন দক্ষ জনশক্তির বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্যে আমাদের সেন্টারে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন কোর্স চালু করা হয়েছে। জাপানীজ ভাষা, কোরিয়ান ভাষা ও ইংরেজি ভাষাসহ মটর ড্রাইভিং, কম্পিউটার, গ্রাফিক্স ও ফ্রিল্যান্সিং বিষয়ে স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীদেরকে তিনি যোগাযোগ করতে বলেন। তিনি বলেন, কারিগরি শিক্ষা নিলে, দেশ বিদেশে কর্ম মিলে। এসময় তিনি টিটিসিতে প্রশিক্ষণ নিতে সবাইকে উৎসাহিত করেন ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের অভিবাসন ব্যয় উল্লেখ করে তিনি বলেন, সরকারিভাবে কেহ যদি বিদেশে যায় তবে খুব কম টাকায় যেতে পারবেন এবং টাকা মার গেলে সরকার এর দায় নিবে। দালালের মাধ্যমে বিদেশ যেতে তিনি নিরুৎসাহিত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, সচেতন নাগরিক হিসেবে আমাদের আশপাশ থেকে যারা বিদেশ যায় তাদেরকে দালালদের বিষয়ে সচেতন করতে হবে ও সরকারিভাবে বিদেশ যেতে বুঝাতে হবে ও উৎসাহিত করতে হবে।
Leave a Reply