জননন্দিত লেখক কথার যাদুকর হুমায়ূন আহমেদের নিজ জেলা নেত্রকোনায় পালিত হয়েছে ৮ম প্রয়াণ দিবস। রবিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের ছাদ চত্বরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই স্মরণ কথনের আয়োজন করে হিমু পাঠক আড্ডা।
এর আগে কালো ব্যাজ ধারণ করে হিমু পাঠকরা।
এসময় তরুণ ভক্তরা হলুদ পাঞ্জাবি পরে হিমু সেজে প্রিয় লেখকের প্রয়াণে এক মিনিট নিরবতা পালন করে।
পরে হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের পরিচালনায় সাহিত্যিক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে লেখকের নিজ জেলার স্মৃতি চারণ করা হয়।
হুমায়ূন আহমেদের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জ এবং পৈত্রিক ভিটা কেন্দুয়া উপজেলা নিয়ে লেখকের শৈশব-কৈশোর সম্পর্কে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক ছড়াকার শ্যামলেন্দু পাল।
এছাড়াও জীবনী ও পুরস্কার নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উদীচীর সম্পাদক অসিত ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী ভট্টাচার্য, ঢাবির ছাত্র তানভীর হায়াত খান, শিশু ছায়ার তোফায়েল খান সায়ন, হিমু পাঠক বর্ণদ্বীপ রায় শ্যামসহ অন্যান্য সদস্যরা।
এদিকে হুমায়ূন আহমেদের জন্মস্থান মোহনগঞ্জের শেখ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন ছাড়াও পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুর লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর মায়ের প্রথম সন্তান হিসেবে নানা বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন এই কৃতি লেখক।
এরপর লেখক নিজে ফলক তৈরি করে জন্মঘরে স্মৃতিফলক লাগিয়ে ভক্তদের জন্য সংরক্ষণ করে রাখেন।
২০১২ সালের ১৯ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ।
Leave a Reply