নিজস্ব প্রতিবেদক
করোনাকালে অনলাইন শিক্ষা সুবিধা প্রদানের লক্ষ্যে শতভাগ শিক্ষার্থীকে প্রযুক্তি সহায়তা ও বিনামূল্যে ইন্টারনেট প্রদানের দাবি জানিয়ে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।মানববন্ধন শেষে শিক্ষামন্ত্রী ডা: দিপু মনির কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে ছাত্রনেতারা বলেন, করোনার সময় অনলাইন শিক্ষার ওপর জোর দেওয়া হলেও বাজেটে স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ ও ইন্টারনেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই দ্বিচারিতার মাসুল ছাত্রদের দিতে হচ্ছে। এখনো দেরি হয়ে যায়নি। সরকারের উচিত সব শিক্ষার্থীকে প্রযুক্তি সহায়তা ও বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট দেওয়ার জন্য সরকারি প্রনোদনা ঘোষণা করা হোক। শতভাগ শিক্ষার্থীকে সহজ শর্তে স্মার্টফোন ও কম্পিউটার ক্রয়ের সুযোগ এবং বিনামূল্যে ইন্টারনেট সহায়তা প্রদান করা হোক।
সংগঠনটির সহ-সভাপতি অতুলন দাস আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সাদাকাত হোসেন খান বাবুল, তানভীর রুসমত, বাচ্চু মিয়া, হাসিদুল ইসলাম ইমরান, ইয়াতুন্নেসা রুমা প্রমুখ।
Leave a Reply