শেরপুরের নালিতাবাড়ীতে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ফের ভোগাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম।তলিয়ে গেছে আমন বীজতলাসহ ফসলি জমি। ভোগান্তি বেড়েছে কয়েক হাজার মানুষের।
বুধবার (২২ জুলাই) সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগড় বড়বাড়ি এলাকায় ভোগাই নদীর বাঁধ প্রায় ১শ মিটার এলাকাজুড়ে ভেঙ্গে প্রবল বেগে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে আশপাশের কয়েকটি গ্রামে। এতে ওইসব গ্রামের বেশকিছু ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে। ও্ই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন বীজতলাসহ ফসলি জমি। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। এছাড়াও ঢলের পানির সাথে বালি পড়ে বিনষ্ট হতে চলেছে ভাঙ্গন তীরবর্তী বেশকিছু আবাদী জমি। স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, সামান্য মাটির বাঁধের ফলে পাহাড়ি ঢল নামলেই প্রতিবছর ভোগাই নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়। ফলে তারা স্থায়িত্বশীল বাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন,এছাড়া স্থানীয় ভুক্তভোগীরা জানান, তারা এই মুহুর্তে গো খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকটে আছেন।
উপজেলা কৃষিকর্মকর্তা মো.আলমগীর কবীর বলেন,আমাদের উপজেলায় ১১শত হেক্টর আমনধানের লক্ষমাত্রা ধরা হয়েছে। আর বীজতলা ১৩শত হেক্টর করা হয়েছে। এ ছাড়াও আরো ১১ একর জমিতে আপদকালীনের জন্য রাখা হয়েছে।বন্যায় ওইসব এলাকায় মরিচপুরান,যোগানীয়া ও কলসপাড় ইউনিয়নে ১৫ টা গ্রামে দুইশত হেক্টর বীজতলা ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে কৃষকরা যেন ক্ষতির মধ্যে না পরে তাই উপজেলা কৃষিঅফিস থেকে কৃষকদের মাঝে দেওয়া হবে।
Leave a Reply