আমি,তুমি এবং কবিতা
—অবনী অনিমেষ
চিত্রশিল্পী নই তবুও বৃথা চেষ্টায়
নীলচে আকাশপটে তোমায় আঁকি বহুবর্ণে।
কাঁচা দগদগে হৃদয় পুড়ে,
মায়ের আঁচলের মতো কোমল বাতাসস্পর্শে,
তোমার গোছালো চলন ছিটিয়ে দিয়ে নৃত্যোৎসব করি।
সাতরঙা জীবনকে মেলাতে গিয়ে গুলিয়ে ফেলি নিজেকে__
বেনীআসহকলা তখন হয় হ য ব র ল।
তোমাকে আঁকার বৃথা চেষ্টা তখন আমায় মাতাল করে।
চৌম্বকীয় টান ফেরাতে পারে না তোমায়।
বিপরীতমুখী লক্ষ্য প্রতিনিয়ত।
ছবি আঁকাটা আমার কখনো হয়ে ওঠেনি।
Leave a Reply