—অবনী অনিমেষ
শরতের বিকেলে আমি তোমায় ডাকি…
ভোগাই আমার আমি ভোগাই এর এই দুয়ে মিলেই ভোগাই যেন সবুজ লতার মতো।
যেন উচ্ছ্বসিত বলক দেয়া মাড়ের ফেনা।
যেন কাশফুলের সাদা বন
নিবেদিত ইশারায় এঁকে ফেলা চিত্র।
চোঁখের চিকচিক বালিতে পানির স্বচ্ছত্ব পাওয়া জ্যোতি।
যেন বাইম মাছের সাথে ছিপ ফেলে বসা বইরালের দৃষ্টি।
ঢেউয়ের দোলনায় রমণীর পায়ের সখ্যতা
ভোগাই একটা নদী, অবনী অনিমেষ একজন কবি।
দুয়ে দুয়ে যেন এক চিত্রকর,যেন আঁকে নান্দনিক দৃশ্যপট।
যেখানে যাই,ভোগাই এক মায়া…
ভোগাই শুধু একটা নদী নয় ভালোবাসার আরেক নাম
অধিকতর শব্দ সাজিয়ে বসা কলেজ রোডের
চান্নিরাতের বাজার।যেন নুরাপীরের মাজার থেকে
উড়ে যায় দোয়া
শরতের পরেই হেমন্ত বিকেলে তুমি কি আসবে??
Leave a Reply