শেরপুরের নকলায় নিজ পুত্রের হাতে পিতা হাবিবুর রহমান হাবি (৪৮) প্রাণ হারিয়েছেন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুত্র মিলন মিয়া (২১) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমাড়ি গ্রামের মিলনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন। টাকা-পয়সা নিয়ে তার পিতার সাথে কথা কাটাকাটি শুরু হলে মিলন মিয়া তার পিতার গলা চেপে ধরে। এতে ঘটনাস্থালেই নিহত হন পিতা হাবি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বলেন, এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় মিলন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো্ হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply