1. admin@somoyerahoban.com : somoyerahoban :
শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

স্মৃতি চারণ এর কর্মশালায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ১৪৫ Time View

–অবনী অনিমেষ

অনেক কিছুই বেনামী চিঠির মতো পড়ে থাকে ডাকঘরে।
কেউ রাখে না প্রাপকহীন এ মৃত ঠিকানার খোঁজ।
অথবা বদলে গেছে বহু বদলে সমস্ত সমীকরণ।
দখল হয়ে গেছে শৈশবের মাঠ, শান্ত পুকুর, নিজস্ব বিকেল।
মিঠে রোদের মধুমঞ্জুরী আর নবজাতক আমের মুকুল।
কবিতা মুছে গেছে অক্ষর থেকে, কবির হৃদয় কাটে নির্ঘুম।

স্মৃতি চারণ করি এখনো নগেণ বাবুর পাঠশালা, তাঁতি পাড়া, হাওয়ার ঘর,
আর …আর একটা অপ্রকাশিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী।
যেখানে পরিতোষের বোতাম খোলা বুকে
মিহি বাতাস নামলেই কেঁপে উঠতো নরম উদাস ঘাস।
আদুরে গলায় ঝরতো,” তুই পাশে থাকলে কিছুই মনে থাকে না, মাইরি! দেখতো সব ঠিক আছে কী না!”
আজ সেখানে টুং টাং চুড়ির আওয়াজ, গভীর রাতে জেগে থাকে নিদ্রাহীন চোখ, চাপা হাসি আর ধ্রুপদী শব্দের কর্মশালা।

কত কিছু অনাধিকারে চলে যায়…! কত কিছু! জানা হয় না।
এই যেমন, পাড়ার ক্লাব সরে গেছে সবার অলক্ষে,
ঝিকমিক বাতি জ্বলছে কমিউনিটি সেন্টারের শরীর জুড়ে।
কি আশ্চর্য নিয়মে ঘুড়ি উড়ার আকাশে জমছে ধোঁয়ার স্তুপ।
আমাদের যৌথ জীবনও সরে গেছে বাঁকা পথ ধরে বহুদূর!
হুট হাট শীত নামে, কার্নিসে জমে না আর গেরস্থালি ঝুল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
কপিরাইট © 2020 somoyerahoban.com একটি স্বপ্ন মিডিয়া সেন্টার প্রতিষ্ঠান।