শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় মোবারক হোসেন (২৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নিচপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের আন্ধারিয়াগোপ গ্রামের আকাব্বর আলীর ছেলে মোবারক হোসেন। তিনি পেশায় কাঠমিস্ত্রি। একই উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামের আবু হানিফের মেয়ে সুরাইয়াকে প্রায় সাত বছর আগে বিয়ে করে। বর্তমানে তাদের সংসারে একজন কন্যা সন্তান রয়েছে। মোবারক ঢাকায় কাঠমিস্ত্রী এবং তার স্ত্রী সুরাইয়া গার্মেন্টে কাজ করত। কিছুদিন আগে তারা বাড়িতে আসে। গতকাল রোববার রাতে মোবারক তার নিজ বাড়ি আন্ধারিয়াগোপ থেকে শ্বশুর বাড়ীতে যায়। মোবারক কাঠ মিস্ত্রি হওয়ায় শ্বশুড়ের নতুন ঘর নির্মাণের কাজ করছিল। সকালে নির্মাণাধীন ওই ঘরে মোবারকের ঝুলন্ত লাশ দেখতে পান শ্বশুড়বাড়ির লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণে করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply