নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিক্সা উল্টে হাসিনা বেগম(৩৫) একজন মহিলা আহত হয়েছে। মহিলা পাবিয়াজুড়ি গ্রামের এমদাদুল হকের স্ত্রী। বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাশকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে,হালুয়াঘাট উপজেলার পাবিয়াজুড়ি গ্রামের এমদাদুল হকের স্ত্রী সহ দুইটি অটো রিক্সা করে তারা নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে বিয়ের দাওয়াত খেতে আসছিলেন। আসার সময় মরিচপুরান ইউনিয়নের বাশকান্দা বাজার এলাকায় একটি ব্রিজের সামনে আসলে পিছনের অটোরিক্সাটি দ্রুত সামনে যেতে চাইলে সড়কটি সরু হওয়ায় অটোটি উল্টে নিচে পড়ে যায়। এ সময় হাসিনা বেগমও অটোরিক্সা নিচে পড়ে যায়। দ্রুত সাথে থাকা আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এক্সে করে দেখেন তার ডান হাত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
Leave a Reply