শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার (৪ আগস্ট)বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। দুপুর দুইটার দিকে সদর উপজেলার চরমুছারিয়া এলাকায় বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। একই সময় ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দায় বজ্রপাতে অপর শিশুর মৃত্যু হয়েছে। দুটি ঘটনার সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,দুপুর দুইটার দিকে শেরপুরে হঠাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয় ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা এলাকার শিমু(৯)নামের এক শিশু। শিমু স্থানীয় দিন মজুর ওয়াহাব আলীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কন্যা।একই সময় সদর উপজেলার চরমুছারিয়ার কৃষক মন্নাফ(৩২) বজ্রপাতে মারা যায়। ঘটনার সময় সে খালে মাছ ধরতে ছিল। মন্নাফ স্থানীয় নলবাইদ গ্রামের মোকছেদ আলীর পুত্র।
Leave a Reply