নালিতাবাড়ী প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল এর-৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল,বিশেষ মোনাজাত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা: দলিল উদ্দিনের সভাপতিত্বে শেখ কামাল সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সাধারন সম্পাদক-ওয়াজকুরুনী, শহীদ উল্লাহ তালুকদার মুকুল, সাংগঠনিক সম্পাদক- ফারুক আহমেদ বকুল,আব্দুল লতিফ, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার,সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার জাহান স্বপন, ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যস্থাপনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, সহ সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান, কৃষকলীগের যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক কৃষকলীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, যুবলীগের আহবায়ক মো: জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply