শেরপুর প্রতিনিধি
গতকাল ৭ আগস্ট শুক্রবার সকাল থেকে সন্ধ্যাবধি শেরপুর জেলা ছাত্রলীগ বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা ও মুজিব বর্ষ উপলক্ষে ব্যাপক বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে। সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত স্থানে বৃক্ষ রোপনরে মধ্য দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করেন স্থানীয় এমপি ও সংদের হুইপ আতিউর রহমান আতিক।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক চন্দন কুমার পাল,সাংগনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল।উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সোহেব হাসান সাকিল ও সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা।পরে বন্যায় ক্ষতি গ্রস্থ চরাঞ্চলের চারটি ইউনিয়নের অন্তত পাঁচশত মানুষের মধ্যে জেলা ছাত্রলীগের ব্যানারে ত্রাণ দেওয়া হয়।রেজাউল করিম রেজা জানিয়েছে বন্যার্তদের পাশে দাড়াতে বলেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।শেখ হাসিনার নির্দেশে শেরপুর জেলা ছাত্রলীগ এই কর্মসূচি আয়োজন করেছে।এই কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়েছেন রেজা।
Leave a Reply