শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ০৮ আগস্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্স উদ্বোধন শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলীগের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ ছয় জন মহিলা মাঝে সেলাই মেশিন ও চার জন অস্বচ্ছল দুস্থ মহিলাদের প্রত্যেককে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুই হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
Leave a Reply