নুরুজ্জামান সেলিম (ময়মনসিংহ)
নেত্রকোনার উচিতপুর হাওরে নৌকাডুবিতে নিহত ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের ১৩ পরিবারকে দাফন-কাফন সহায়তার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সেবা ভিত্তিক সংগঠন ‘সাদাকাহ ফাউন্ডেশন’ নগদ অর্থ সহায়তা দিয়েছেন। শুক্রবার(০৭ আগস্ট)বাদ জুম্মা চর সিরতার কোনাপাড়া মার্কাযুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গনে ১৩ জন পরিবারের কাছে এ অর্থ সহায়তা বিতরন করা হয়।
উল্যেখ্য, ৫ আগষ্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে বেড়াতে গিয়ে ট্রলারডুবে ময়মনসিংহের এক মাদরাসার ১৮ জন ছাত্র-শিক্ষক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, সিরতা ইউপি চেয়ারম্যান আবু সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্র এই কার্যক্রমের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্র’র সভাপতি ও স্থানীয় সমাজসেবক এপেক্সিয়ান আলী ইউসুফ জানান, নেত্রকোনার উচিতপুরে ভয়াবহ নৌকাডুবির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমেরিকার এই সংগঠনের নজরে আসে। সঙ্গে সঙ্গেই তারা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইকবাল হোসেনের মাধ্যমে স্থানীয়দের সাথে যোগাযোগ করে। এরপর ঢাকা থেকে এক টেলিভিশন সাংবাদিকের মাধ্যমে সকল তথ্য নিয়ে ওই রাতেই সাদাকাহ ফাউন্ডেশন এ আর্থিক সহযোগিতার ঘোষণা দেয়।
তিনি আরও জানান, মূলত এই সংগঠন দুর্ঘটনায় মরদেহ দাফনের আগেই নিহতের পরিবারের পাশে দাঁড়ায় সহমর্মী হয়ে। কিন্তু ৫ আগস্ট রাত বেশি হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থ সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হয়ে উঠেনি। তাই শুক্রবার বাদ জুমা সিরতা ইউনিয়নের নিহত ১৩ পরিবারের স্বজনদের কাছে এই অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, ‘এই দুর্ঘটনা সিরতা এলাকাসহ পুরো ময়মনসিংহের জন্য অনেক ক্ষতি হল। নিহতদের পরিবারগুলো আজ নিঃস্ব প্রায়।’
এ পরিস্থিতিতে সাহায্যের জন্য সাদাকাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ দিয়ে অন্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
Leave a Reply