নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুৃরের নালিতাবাড়ীতে দশম শ্রেণির এক শিক্ষার্থী বিষপানের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের শাহা আলীর কিশোরী কন্যা শহিদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ পারভিন(১৫) গত ৯ আগস্ট রোববার সন্ধ্যায় কীটনাশক পান করেন। এতে তার বমি শুরু হলে কিশোরীর মা টের পেয়ে দ্রæত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরন করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনো পাওয়া যায়নি।
Leave a Reply