শেরপুরের ঝিনাইগাতীতে যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক হারুনুর রশিদ, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা প্রমুখ।
সভায় সরকারী কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।
Leave a Reply