নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ তিনভাগে ভাগ হয়ে দিবসটি পালণ করেন।
দিবসটি পালণ উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার মাধ্যমে জাতীয় শোক দিবসের সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকল সরকারী,আধাসরকারী প্রতিষ্ঠান ও সংগঠন সেখানে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেনের নেতৃত্বে উত্তরবাজার দলীয় অফিসের সামনে মঞ্চ করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক,যুগ্ন সাধারণ সম্পাদক যোগেন রায়,দপ্তর সম্পাদক রেজাউল করিম,তথ্য ও গবেষণা সম্পাদক জহুরুল হক সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুল হক এর নের্তৃত্বে তারাগঞ্জ উত্তর বাজার দলীয় অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবদুস সবুর,যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী,সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ,আছমত আরা,ফারুখ আহামেদ বকুল,অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার,সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার আহামেদ স্বপন,শহর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান দিপু ও আওয়ামীযুবলীগের আহবায়ক মো.জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশার নের্তৃত্বে সকালে শোক র্যালী করেন। বিকেলে তারাগঞ্জ উত্তর বাজার নিজস্ব অফিসের সামনে মঞ্চ করে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুখ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসাইন,সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য গোপাল চন্দ্র সাহা,সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো.হায়দার আলী,সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক ও যুবনেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply