আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কৃষিতে উন্নয়নের জন্য দেশের কৃষকদের বিজ্ঞান সম্মত সার-বীজের সাথে পরিচিত করেছি এবং সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে সার-বীজও দিয়েছি। যাতে প্রাইভেট সেক্টর যা তা দাম নির্ধারণ করতে না পারে।
আজ রবিবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলা মিলনায়তনে সরকারের পক্ষে বন্যাদুর্গত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজী বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও সবজী বীজ এবং গাছের চারা বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply