নালিতাবাড়ী প্রতিনিধি
২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনায় শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শুক্রবার সকালে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামলীগের নেতৃবৃন্দ দিবসটি উদযাপনের উদ্দেশ্যে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।
আলোচনায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আওয়ামীলীগের সহ সভাপতি ডা: দলিল উদ্দিন,সাধারন সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াজকুরুনী, সাংগঠনিক সম্পাদক আছমত আরা আছমা, আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল,অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার,সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার জাহান স্বপন, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক দুলাল মিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, সহ সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান, কৃষকলীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পদাক তৌহিদুল ইসলাম খোকন, নন্নী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদাক ডা: বিল্লাল হোসেন চৌধুরী, যুবলীগের আহবায়ক হাজী মো: জাহাঙ্গীর আলম ও বুলবুল আহামেদ।
দোয়া ও আলোচনায় আওয়ামীলীগ,কৃষকলীগ, যুবলীগ সহ শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারী বক্তাগণ সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
Leave a Reply