নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপি সহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আজ রবিবার(২৩ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী পোঁড়াগাও ইউনিয়নের শান্তির মোড় এলাকা থেকে আটক করে টহলরত বিজিবি।
বারমারী বিজিবি ক্যাম্প সুত্রে জানা যায়,ময়মনসিংহ ব্যাটালিয়ন(৩৯বিজিবি) বারমারী বিওপি ক্যাম্পের অদুরে সীমান্ত এলাকায় কমান্ডার নায়েক মাহবুবুল ইসলামের নের্তৃত্বে সকাল নয়টার সময় নিয়মিত টহল চলছিল। এ সময় তারা গুপন সুত্রে জানতে পারে খলচন্দা গ্রাম হতে একটি মোটর সাইকেল যোগে তিনজন লোক আসতেছে। এ সময় শান্তির মোড় এলাকায় আসলে তাঁদের সন্দেহ হলে বিজিবি চ্যালেঞ্জ করে। এ সময় একজন দৌড়ে পালিয়ে যায়। বাকি দুইজনকে আটক করে নগদ ২৯ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। পরে তাঁদেরকে রুপি সহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃতরা হলো,পাশ^বর্তী ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আল আমীন (২২) ও কালাচাঁনের ছেলে জুয়েল (২৮) কে আটক করা হয়। আর বন্দিরাম কোচ এর ছেলে লিটন কোচ(২৭) পালিয়ে যায়। আটক দুইজন যুবক ও জব্দকৃত রুপি ও মোটর সাইকেল থানায় হস্তান্তর করা হয়।
বারমারী বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার আলতাফ হোসেন বলেন,নিয়মিত টহল দেওয়ার সময় গুপন সংবাদে দুইজনকে আটক করে ২৯ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। মোটর সাইকেল সহ তাঁদেরকে থানায় দেওয়া হয়েছে।
Leave a Reply