নুরুজ্জামান সেলিম
ময়মনসিংহ সিটি কর্পোরেশনেরর্ নাটকঘর বাইলেন এলাকার আব্দুছ ছামাদ এর কন্যা লামিয়া লাইজু’র হত্যাকারীদের বিচারের দাবিতে আজ রবিবার(২৩ আগস্ট) সকালে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের সামনে ঘন্টা ব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ গোলাম সারয়ার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. আব্দুল মান্নান, শহর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জামাল উদ্দিন বাবলু, নিহতের পিতা আব্দুছ ছামাদ প্রমুখ।
নিহতের পিতা আব্দুছ ছামাদ তার বক্তব্যে বলেন, ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও কান্দাবাড়ী নিবাসী মশিউর রহমান এর সাথে আমার মেয়ের বিয়ে হয়। গত ১৫আগষ্ট লাইজুর স্বামী মতিউর রহমান শরীফ, পিতা শাহাজ উদ্দিন, বোন জামাই হযরত আলী, বোন ঝর্ণা, বোন স্বর্ণা ও তার মা মরিয়ম ওরা সবাই মিলে আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে আমি ওদের ফাঁসি চাই।
কাউন্সিলর আলহাজ্ব মো. আব্দুল মান্নান বলেন, লাইজুকে যেভাবে হত্যা করা হয়েছে এটি নিন্দনীয় এবং এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা লাইজুর হত্যাকরীদের বিচার চাই। অধ্যক্ষ গোলাম সারয়ার বলেন, লামিয়া লাইজু আমার কলেজ থেকে এইচ.এস.সি পাশ করে। পারিবারিক ভাবে লাইজুর ৫মাস আগে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও কান্দাবাড়ী এলাকার শাহাজ উদ্দিনের ছেলে মতিউর রহমান শরীফের সঙ্গে বিয়ে হয়। বিয়ের ৫মাসের মাথায় লাশ হয়ে ফিরে এলো লাইজু। আমরা কলেজের পক্ষ থেকে লাইজু হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Leave a Reply