নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের হয়বতপুর শাখার পাইকের দোল পল্লী সমাজের উদ্যোগে হাত ধোয়া ক্যাম্প ও সম্প্রীতি মেলায় পল্লী সমাজের সকল সদস্য নারী ও শিশুর প্রতি সহিংসতা কে না বলে লাল কার্ড দেখিয়েছে। আজ সোমবার(২৪ আগস্ট) পল্লী সমাজের সভাপ্রধান ফাতেমার বাড়ীতে এ মেলা অনুষ্ঠিত হয়।
সুত্রে জানাগেছে,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর একটি সংগঠন“পাইকের দোল পল্লী সমাজ”। এ সংগঠনের মাধ্যমে সামাজিক সচেতনতা মুলক কার্যক্রম করে আসছে। এলাকার সাধারণ জনগণকে সচেতন করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলার মাধ্যমে উপস্থিত এলাকার শিশু,কিশোর,কিশোরী, ও নারীদের হাত ধোয়ার সঠিক নিয়ম, মাস্ক ব্যবহারের নিয়ম শিখানো হয়। এরপর সকলের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা হয়। সেখানে বিজয়ী দের মাঝে পুরস্কার দেওয়া হয়।
সম্প্রীতি মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে পল্লী সমাজের সকল সদস্য নারী ও শিশুর প্রতি সহিংসতা কে না বলে লাল কার্ড দেখিয়েছে।
এ সময় তাঁদের শ্লোগান ছিল-নারী নির্যাতন প্রতিরোধে পল্লী সমাজ এগিয়ে চলে,নারী ও শিশু নির্যাতন বন্ধ করি,শান্তি সুখের সমাজ গড়ি।
উপস্থিত ছিলেন ওই এলাকার সমাজসেবক মো.আমিনুল ইসলাম,সহকারী শিক্ষিকা সুলতানা পারভীন ও স্বাস্থ্য কর্মী সালমা বেগম।
মেলায় সার্বিকভাবে সহযোগীতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর ফিল্ড অফিসার মোছাঃ রোজিনা আক্তার।
Leave a Reply