যশোরের কেশবপুর শহরে হরিহর নদের উপর অবস্থিত হাবিবগঞ্জ ব্রিজের কার্পেটিং উঠে উঁচু নিচু হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এ ব্রিজটির উপর দিয়ে প্রতিনিয়ত ভারি যানবাহন চলাচল করায় এমনটি হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ব্রিজের উপর দিয়ে যাতায়াত ঝুকিপূর্ণ হয়ে পড়বে । তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিহর নদের উপর অবস্থিত হাবিবগঞ্জ ব্রিজটি দিয়ে কেশবপুরের পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা ইউনিয়নসহ পাশ্ববর্তী মণিরামপুর ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া অঞ্চলের যোগাযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ব্রিজের উপরের কার্পেটিং উঠে একাধিক স্থানে উঁচু নিচুর সৃষ্টি হলেও কারও সুনজর পড়েনি।
এই ব্রিজ দিয়ে চলাকারী ব্যক্তিদের অভিযোগ, ধারণ ক্ষমতার অধিক মালামাল নিয়ে চলাচল করা ট্রাকের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত কার্পেটিং করা না হলে ব্রিজটি অধিক ঝুকিপূর্ণ হয়ে পড়বে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার জানান, কার্পেটিং উঠে উঁচু নিচু হওয়ায় ভারি গাড়ির চাকায় মূল ব্রিজটিও ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছে।
ব্রিজের পাশে বসবাসকারী ফারুক হোসেন বলেন, ধারণ ক্ষমতার অধিক কাঠ ও পাথর বোঝাই ট্রাক চলাচলের সময় ব্রিজের উঁচু নিচু স্থানে চাকায় জোরালো শব্দ হয়। ওই সময় আশপাশের ভবনও কেঁপে ওঠে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান বলেন, ভারি যানবাহন যাতায়াতের কারণে ব্রিজের উপরের কার্পেটিং উঠে উঁচু নিচু হয়েছে। বর্ষা মৌসুম শেষে ব্রিজটির উপরের কার্পেটিং করে দেওয়া হবে।।
Leave a Reply