শেরপুরের শ্রীবরদীতে এক স্কুলছাত্রীকে চুমু দেওয়ার অপরাধে জাহিদ(১৭)এক বখাটে এখন শ্রীঘরে। শনিবার বিকালে উপজেলার গোসাইপুর ইউপির রহমতপুরে ওই স্কুলছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই মোফাখিখর হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা হয়। সেই প্রেক্ষিতে ঘটনার তিন ঘন্টা পর স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত বখাটেকে পুলিশ গ্রেফতার করে। আজ রোববার দুপুরে জাহিদ আদালতে সোপর্দ করা হলে আদালত জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কোর্ট ইন্সিপেক্টর শহিদুল হক। জাহিদ একই গ্রামের মৃত. লাল মামুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কয়েক দিন আগে পাশের জামালপুর জেলা স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী শ্রীবরদীর বালিয়াচন্ডী গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ওই ছাত্রীর নবম শ্রেণিতে পড়–য়া মামাতো বোনের রেজিস্ট্রেশনের জন্যে বাড়ীর অদূরে বালিয়াচন্ডী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যায়।এসময় স্কুলের পথের একটি ব্রিজের উপর দাড়িয়ে ছিল ওই গ্রামের বখাটে যুবক জাহিদ হাসান ওরফে জাহিদ ও তার এক সহযোগী। স্কুল থেকে ফেরার পথে ওই ব্রিজটি পার হওয়ার সময় বখাটে জাহিদ হাসান মেয়েটিকে ধরে জোর পূর্বক প্রকাশ্যে চুমু দেয়। এ সময় ওই দুই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।এক পর্যায়ে জাহিদ ও তার সহযোগী পালিয়ে যায়।পরে বিষয়টি নিয়ে ওই ছাত্রীর মামা হাসান সরোয়ার রুবেল থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply