নালিতাবাড়ী প্রতিনিধি :
পণ্যবাহী পরিবহন থেকে শ্রমিক সংগঠনের নামে নিয়ম বহির্ভূত অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শেরপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ড ভ্যান ও ড্রাম ট্রাক মালিক সমিতি নালিতাবাড়ী শাখা।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের নিলামপট্টি মালিক সমিতির কার্যালয়ে বিষয়টির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করা হয়।
সম্মেলনে মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা শামছুল আলম সওদাগর। লিখিত বক্তব্যে বলা হয়, শেরপুর জেলা শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর নাকুগাঁও ও পোড়াগাঁও উপ-কমিটির নামে শ্রম অধিদপ্তরের বিধান অনুযায়ী গাড়িপ্রতি ২০ টাকা ও কল্যাণের ১০ টাকা মিলে ৩০ টাকা চাঁদা আদায়ের পরিবর্তে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। নালিতাবাড়ীর মালিকানায় থাকা গাড়ি সমূহকে ট্রিপ না দিয়ে অধিক অর্থের লোভে বাইরের মালিকানার গাড়িগুলোকে ট্রিপ দেওয়া হচ্ছে। অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের বিষয়ে গত ২৪ আগস্ট শ্রমিক ইউনিয়নে পত্র দেওয়া হলেও তারা আলোচনায় না এসে অতিরিক্ত চাঁদা আদায় করছে । এসময় স্থানীয় ট্রাক মালিকগণ অতিরিক্ত চাঁদা প্রদানের ফলে তারা লোকসানে পড়ছেন বলে জানান। ট্রাকমালিকদের মধ্যে বক্তব্য রাখেন – হাফিজুর রহমান অপু , আফাজ উদ্দিন লিটন ,আব্দুল মান্নান ও মোবারক হোসেন । তারা বলেন – প্রতি ট্রাকে ৩০০ থেকে ৫০০ টাকা দিতে হচ্ছে ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অসীম দত্ত হাবলু, ইনসান আলী, আনোয়ারুল মঞ্জিল, জাহাঙ্গীর আলম, হাফিজুল ইসলাম জুয়েল, আবুল কায়েশ, আব্দুল মান্নানসহ অন্যান্য পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply