নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙা উপজেলার মাধনগর ইউনিয়নের তিরটি পাড়া পল্লী সমাজের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক ও অভিভাবক সভার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) পল্লী সমাজের সভপ্রধান সাবিনা ইয়াছমিনের বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সুত্রে জানাগেছে,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর একটি সংগঠন “তিরটি পাড়া পল্লী সমাজ”। এ সংগঠনের মাধ্যমে সামাজিক সচেতনতা মুলক কার্যক্রম করে আসছে। করোনা মহামারিতে বাল্যবিবাহ বেশি হওয়ায় পল্লী সমাজের সদস্যরা নিজ উদ্যোগে অভিভাবক সভার আয়োজন করে। আজকের সভায় বাল্যবিয়ের কুফল ও শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়। সেই সাথে অভিভাবকদের ছেলেমেয়েদের প্রতি যত্নশীল ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। পরিশেষে সকল সদস্য বাল্যবিবাহ কে লাল কার্ড দেখিয়েছেন।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর ফিল্ড অফিসার মোছাঃ রোজিনা আক্তার সভাটি সঞ্চালনা করেন।
Leave a Reply