কেশবপুর-কলাগাছী সড়কের সাতাশকাটী মোড় এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান বিশ্বাস (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন৷ নিহত মিজানুর রহমান বিশ্বাস সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাপােতা গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে।
(২ সেপ্টেম্বর) বুধবার সকালে কেশবপুর-কলাগাছি সড়কের সাতাশকাটী মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদেরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় বিজয় পাল নামে একজনকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা যায়, আহত বিজয় পাল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামের বাসিন্দা৷
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আনারুল ইসলাম সাংবাদিকদের জানান, মিজানুর রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে এবং বিজয় পাল গুরুতর আহত হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে৷ পরবর্তীতে মটর সাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়েছে৷
তিনি আরও বলেন, মিজানুর রহমানের লাশ পোস্টমার্টেমের জন্য যশোর ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও মামলা হয়নি।
Leave a Reply