শেরপুর প্রতিনিধি।
আজ ২ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে শেরপুর কারাগারের এক মহিলা হাজতি মারা গেছেন।ওই হাজতির নাম সুফিয়া বেগম(৫০)।সুফিয়া জামালপুর জেলার বকশিগঞ্জে মেছের চর এলাকার মৃত আয়ুব আলীর স্ত্রী। শেরপুর কারাগারের জেলার তরিকুল ইসলাম জানিয়েছে রাত পোনে ১০টার দিকে ওই হাজতির খিচুনি হয়ে দাতঁ লেগে যায়।সাথে সাথে সুফিয়াকে হাসপাতালে পাঠানো হয়।রাত ১০ টার দিকে সোফিয়াকে হাসপাতালে আনা হয়।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার শরিফুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা শেষে সুফিয়াকে মৃত বলে ঘোষনা করে।
জানা গেছে গত ২৬ আগস্ট শেরপুর সদর থানার ৪০৬ ও ৪২০ (জাল টাকা সংক্রান্ত)ধারার একটি মামলায় গ্রেফতার হয়ে আদালতে মাধ্যমে ওই মহিলা কারাগারে ছিল।
Leave a Reply