নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পরিবহন মালিক সমিতি গত ৩০ আগস্ট শ্রমিক ইউনিয়নের নেতারা পরিবহন থেকে বাড়তী চাঁদা আদায় করার প্রতিবাদে সংবাদ সম্মেলণ করে। তাঁদের সংবাদ সম্মেলনের বিরোদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলণ করেছেন নালিতাবাড়ী শ্রমিক ইউনিয়ন।
বুধবার (২ সেপ্টেম্ব) রাতে পৌর শহরের উত্তর বাজার শ্রমিক ইউনিয়নের নালিতাবাড়ী উপ-কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শ্রমিক ইউনিয়ন এর নালিতাবাড়ী উপকমিটির কার্যকরী সভাপতি মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে উপ-কমিটির সভাপতি মো.হারুন আর রশিদ লিখিত বক্তব্য পাঠ করেন ।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ আগস্ট, সন্ধায় শেরপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান ও ড্রাম ট্রাক মালিক সমিতির নালিতাবাড়ী উপ কমিটি কর্তৃক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে ৩১ আগস্ট বিভিন্ন গন মাধ্যমে বাড়তী চাদাঁ আদায়, স্থানীয় ট্রাক মালিকদের ট্রাকে টিপ না দিয়ে (পন্য পরিবহনের ব্যবস্থা) না করে অতিরিক্ত অর্থের লোভে শেরপুর জেলার বাহির থেকে আগত ট্রাকে পন্য পরিবহনের ব্যবস্থা করে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
নালিতাবাড়ী উপ কমিটি দীর্ঘ ৩০-৩৫ বছর যাবৎ মালামাল পরিবহনের ক্ষেত্রে বিশেষ করে ট্রাক বিভাগ অত্যন্ত সুনাম ও সুশৃংখলভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের বিরোদ্ধে কোন দিন চাদাঁবাজীর অভিযোগ ছিল না,এখনও নেই। আমরা সংগঠনের পক্ষ হতে সব সময় চাদাঁবাজীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি,বর্তমানে সেটা আরো কঠোর অবস্থানে আছে।
সম্প্রতি সময়ে একটি স্বার্থান্বেষী ও কুচক্রি মহল আমাদের সংগঠনের দীর্ঘদিনের সুনাম ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইহাতে জেলার অভ্যন্তরীন ট্রাক মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে নালিতাবাড়ীর মাটিতে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে,যাহা অত্যন্ত দুঃখজনক। আমরা সংগঠনের পক্ষ থেকে সংগঠনের বিরুদ্ধে এমন হীন চক্রান্ত থেকে বিরত থাকার জন্য আহবান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ,যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, সহ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান তুলা, কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মো.গোলাপ হোসেন,দপ্তর সম্পাদক, হাফিজ উদ্দিন সরকার, কার্যকরী সদস্য মো. আসলাম মিয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply