র্যাব-১৪ এর অভিযানে ময়মনসিংহে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমানে ভারতীয় পন্যসহ দুই জনকে আটক করা হয়। ০৪ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্তর এলাকায় যাত্রীবাহী বাস যশোদা পরিবহনে তল্লাশী চালিয়ে ভারতীয় মালামাল সহ দুইজনকে আটক করেন।
র্যাব-১৪ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটাঃ সদর, ময়মনসিংহ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারি ভারতীয় তৈরী বিভিন্ন পণ্যসহ নেত্রকোনা-নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস যোগে নেত্রকোনা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ০৪ সেপ্টেম্বর রাত ০১.০০ ঘটিকার সময় ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচত্তর ইউনিয়ন পরিষদ মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে বিভিন্ন যাত্রীবাহী বাস তল্লাশী করতে থাকে।
তল্লাশীকালে রাত ২ টার সময় ঘটিকার সময় ঢাকা মেট্রো ব-১১-৫৫৮৯ যাত্রীবাহী যশোদা পরিবহনের বাসটি থামানোর সংকেত দিলে বাসটি চেকপোস্ট এর নিকট থামেন। র্যাব-১৪ গাড়ীটি তল্লাশী করার সময় অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় ১। মোঃ হুমায়ুন কবির(৩২) পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-রসুল বাগ,থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ এবং ২। মোঃ জোনায়েদ(২৫) পিতা- মোঃ আঃ কুদ্দুস, সাং- লতিফপুর, থানা-কিশোগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ এই দুইজনকে আটক করা হয়। পরে তাদের
জিজ্ঞাসাবাদকালে গাড়ীর ভেতরে পিছনে লুকিয়ে রাখা বিপুল পরিমান ভারতীয় পণ্য হরলিক্স, কোলগেইট টুথপেস্ট, পন্ডস ফেস পাউডার ইত্যাদি উদ্ধার করে জব্দ করেন।
র্যাব জানায়,আসামীগণ অবৈধভাবে চোরাই পথে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১)(খ) ধারা অপরাধ করেছে। গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেন।
Leave a Reply