ময়মনসিংহ প্রতিনিধি
‘খেলায় জয় লাভ করার চেয়ে অংশগ্রহণ করাই বড় কথা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ সদরের চর নিলক্ষীয়া লেংড়া বাজার যুব সংঘ ‘মুজিব শতবর্ষ মিনি ফুটবল ২০২০ টুর্নামেন্ট এর আয়োজন করে। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে আলীর মোড় খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলাটির উদ্বোধন করেন ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আলিম।
ফাইনাল খেলায় ৭নং চর নিলক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আ. জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চর নিলক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন এবং বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গণ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক লায়ন ড. মো. সিরাজুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মঞ্জুরুল হক, বর্ণ আইটি ফার্ম এর প্রতিষ্ঠাতা লিখন দাস, শম্ভুগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সবুজ মন্ডল, লেংড়া বাজার যুব সংঘের সভাপতি মো. মানিক সরকার, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ ও মঞ্জু সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
মিনি ফুটবল খেলায় ট্রাইবেকারে ০-২ গোলে পুলিয়ামারী সূর্য তরুণ স্পোটিং ক্লাবকে হারিয়ে বয়ড়া বটতলা ১৬ডিসেম্বর এফসি ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার তোলে দেন।
Leave a Reply