নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙা উপজেলার বাসুদেবপুর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বৈদ্যবেলঘড়িয়া পল্লী সমাজের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন ও সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(০৭ সেপ্টেম্বর)মানববন্ধন শেষে সভাপ্রধান ছালমার বাড়ীতে সকলের মাঝে সৌহার্দ সম্প্রীতির জন্য সম্প্রীতি মেলার আয়োজন করা হয়।
সুত্রে জানাগেছে,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর একটি সংগঠন“বৈদ্যবেলঘড়িয়া পল্লী সমাজ”। সামাজিক বিভিন্ন সচেতনতা কার্যক্রমের মধ্যে আজ বাল্যবিয়ের কুফল ও শাস্তি সম্পর্কে নারীদের সচেতন করা হয়। এ ছাড়াও ১০৯ হটলাইন নাম্বার সম্পর্কে সকলকে সচেতন করা হয়।
মানববন্ধন শেষে সভাপ্রধান ছালমার উঠানে সকলের মাঝে সৌহার্দ সম্প্রীতির জন্য সম্প্রীতি মেলার আয়োজন করা হয়। উক্ত মেলায় বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহনের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠান টি পরিচালনায় সার্বিক ভাবে সহযোগীতা করেছন ব্র্যাক, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও মোছাঃ রোজিনা আক্তার।
Leave a Reply