শেরপুর প্রতিনিধি।
দূর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আইয়ুব আলী ফর্সা ও অপর দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার বিকালে সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত আদেশ এসেছে বলে জানিয়েছে শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক।একই অভিযোগে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল এনাম চাঁন, ও (৭, ৮, ৯) নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রহিমা বেওয়াকে একই শাস্তি প্রদান করা হয়েছে।
সূত্র জানায় স্থানীয় সরকার বিভাগের উপÑসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তারা এ নির্দেশ দেওয়া হয়েছে।ওই চিঠিতে বলা হয়েছে অভিযুক্ত চেয়ারম্যান মো.আইয়ুব আলী ফর্সা ও অপর ইউপি সদস্যদের যোগসাজসে ১৮ মাস ধরে ১২৪ জন ভিজিডি’র কার্ডধারীর চাল তুলে আত্বসাৎ করা হয়েছে।অভিযুক্তরা প্রাপ্য কার্ডধারিদের মধ্যে কার্ড বিতরন না করে টাকার বিনিময়ে স্বচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড প্রদান করেছেন।এক প্রকল্পের কার্ড আরেক প্রকল্পে ব্যবহার করে সরকারি ত্রান নয় ছয় করেছে।এসব কারণে স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ৩৪ উপধারা (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে,বলে উল্লেখ করা হয়েছে।
মিথ্যা অভিযোগে বরখাস্ত হয়েছেন এমন দাবী করে ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী ফর্সা বলেন তিনি আইনগত ভাবে লড়বেন।
শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেছেন দীর্ঘ তদন্ত শেষে স্থানীয় সরকার ওই জন প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।চিঠি পাওয়া মাত্রই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
Leave a Reply