ময়মনসিংহের হালুয়াঘাটে পরিবাররে সঙ্গে অভিমান করে চামেলী আক্তার (১৩) বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোরী চামেলী আক্তার উপজেলার স্বদেশী ইউনিয়নের মাছাইল গ্রামের আঃ হাকিমের মেয়ে ও কুমুরিয়া নড়াইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় মাছ কাটা নিয়ে মা চামেলীকে বকা দেন। এরপর খোঁজ নিতে গিয়ে দেখা যায় ঘরের ভেতর সে ফাঁসিতে ঝুলে আছে। পরে দ্রুত ঘরের দরজা ভেঙে সেখান থেকে নামালেও তাকে আর জীবিত পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশের এসআই বাহারুল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান মুঠোফোনে জানান, এ ব্যাপারে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
Leave a Reply