কেশবপুরে ডিসেম্বরে পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মিলন মিত্র গণসংযোগ করে চলেছেন।
বিকালে নেতাকর্মীদের সাথে বায়সা, সাবদিয়া সহ একাধিক স্থানে পথসভা ও গণসংযোগ করে সকলের কাছে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হিসাবে দোয়া ও সমর্থন চান।
মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ মিলন মিত্র বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ভোটদের মাধ্যমে বিজয়ী হয়ে পৌরবাসীর কল্যাণে রাস্তাঘাটের উন্নয়ন সহ পৌরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি মুকুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার খান, যুবলীগ নেতা আসাদুজ্জামান ও বিল্লাল হোসেন প্রমুখ।
এ ছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
Leave a Reply