এই রিক্সাওয়ালা মামা তুমি রবীন্দ্রনাথ কে চেনো?
-না মামা।
-সক্রেটিস কে ?
-চিনিনা মামা।
-তুমি তোমার নিজেকে চেনো?
-হ মামা হেইডা কি কন??
বাউনিয়া বাঁধ বস্তিতে আমার বাড়ি।
-শালা নিজের নিজে চিনে না আবার বাড়ি ঠিকই চেনো!
-মামা আপনে কী মদ খাইছেন?
-কেন তুমিও খাবা নাকি?
-মদ খাওয়া ভালা না মামা, মদ খাওয়া হারাম।
-তুমি শালা মাতাল টানার ধান্দায় রাত্তির করে রিক্সা নিয়ে বের হও সেইটা ভালো? ধান্দাবাজ শালা।
-মামা কই যান ও মামা ভাড়া দিয়া যান।
– মাতালের থেকে টাকা নেওয়া ভালোনা।
-মামা একশ টাকার পথ আইছেন। ভাড়া দেন কইলাম মামা।
-লালন ফকির অনেক গরীব, সে মদ খায়না- নিম পাতার রস খায়। তার থেকে ভাড়া নিয়ে নিস। বলিস আপনার নাতি মদ খেয়ে আমার রিক্সায় উঠেছিলো। ভাড়া দেয় নাই।
-আমি চিনিনা হ্যারে, আপনি উঠছেন আপনি ভাড়া দেন।
-তুই আমাকে না চিনে কেন রিক্সায় উঠিয়েছিস? যা ভাগ শালা ধান্দাবাজ
-শালা মাতালের বাচ্চা মাতাল, শালা গাড়ির নীচে পড়ে মরবি, কলেরা হবে তোর।
কষ্ট করে রিক্সা পেডেল দিয়া নিয়া আসলাম এতদূর,হাত,পা অচল হইবো তোর……
Leave a Reply