কেশবপুরে পৌর সভার নির্বাচনকে সামনে রেখে মেয়র রফিকুল ইসলাম ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
শুক্রবার সকালে তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজিতপুর ও সফরাবাদ এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগ কালে বাজিতপুর এলাকার তজিবর রহমান ও আজিজুর রহমান বলেন, পৌর মেয়র প্রতি সপ্তাহে এক দু’বার স্ব-শরীরে উপস্থিত থেকে এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ খবর নেওয়ার কারণে এলাকা বাসীর নিকট তার জনপ্রিয়তা বেড়েছে। প্রতিনিয়ত এলাকার মানুষের খবর নেওয়ার কারণে সর্বশ্রেণীর মানুষ তার প্রতি খুশি।
গণসংযোগ কালে পৌর মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরুল ইসলাম খান, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপুু সহ ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।।
Leave a Reply