নালিতাবাড়ী প্রতিনিধি
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা দেশরত্ন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোঃ তাইবুর রহমান রুবেল শোডাউন করেছেন। আজ শনিবার(১৯ সেপ্টেম্বর)শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে শোডাউন করেন।
জানাগেছে,সামনে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করে দিয়েছেন। নিজেদের জন প্রিয়তা দেখাতে সকল প্রার্থীগণ প্রতিদিনিই গণসংযোগ করে যাচ্ছেন। আজ বিকালে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা দেশরত্ন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোঃ তাইবুর রহমান রুবেল শোডাউন করেছেন। এ সময় প্রার্থী হাত নেড়ে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক মো.মোকলেসুর রহমান,শহর আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান দিপু,বর্তমান মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রভাষক নজরুল ইসলাম । গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হয়েছিলেন আবু বক্কর সিদ্দিক।
Leave a Reply