কেশবপুরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা এক কৃষকের মাল্টা, কমলাসহ সবজি ক্ষেতের জাল কেটে দিয়ে ব্যাপক ক্ষতি করেছে। এলাকাবাসী জানায়, উপজেলার ব্রহ্মকাটি গ্রামের কৃষক খন্দকার শফির আবাদ করা মাল্টা, কমলাসহ সবজি ক্ষেতের পাশের জাল কেটে তছনছ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
কৃষক শফি জানান, তার ক্ষেতের ভেতর মাঝে মধ্যে ফেনসিডিলের খালি বোতল পাওয়া যেত। ক্ষেতের চারপাশ জাল দিয়ে ঘিরে দেওয়ায় ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ ব্যক্তিরা ক্ষেতের ভেতর যেতে না পেরে জাল কেটে নষ্ট করেছে। ১০০ শতক ক্ষেতের পাশের নেট কেটে দেওয়ায় তার ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার টাকা। ক্ষেতের পাশের জাল কেটে দেওয়ার ঘটনা তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।
উল্লেখ্য, কৃষক শফি করোনা কালীন এলাকার মানুষের পুষ্টি চাহিদা মেটাতে বিষমুক্ত সবজি চাষ করে গ্রামের মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করে আসছেন। আর এ কারণে এলাকার মানুষের মাঝে তার পরিচিতি রয়েছে।।
Leave a Reply