আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. মিলন মিত্র গনসংযোগ, মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। শুক্রবার রাতে তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক ও ভোটারদের সাথে এক মতবিনিময় সভা করেন।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মেয়র প্রার্থী এ্যাডভোকেট মিলন মিত্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান, শাহীনুর রহমান শাহীন, পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার খান, সাবেক কাউন্সিলর মনজুর রহমান, বায়সা ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মুকুল হোসেন, আমজাদ হোসেন মোড়ল ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওয়াহিদুজ্জামান বিশ্বাস।।
Leave a Reply