যশোরের কেশবপুর উপজেলার বরনডালী গ্রামের সৈয়দ রিফায়াত হাসান কিরন (৩৫) কে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় কেশবপুর থানায় জিডি করেছেন কিরন। থানার জিডি নং- ৬৫৭ তারিখ- ১৭/০৯/২০২০ ইং। জিডিতে উল্লেখ করেন, তার মোবাইলে ১৫ তারিখ মঙ্গলবার বিকালে অজ্ঞাতনামা ০১৮৩০-২৬৪৬৪৯ নং হতে তার ফোনে বিভিন্ন সময়ে তাকে সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অশ্লীল ও অসামাজিক এবং কুরুচিপূর্ণ মন্তব্য লিখে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে হয়রানী এমন কি মারপিট করার ভয়ভীতি, খুন যখম করবে বলে হুমকি দিয়ে ম্যাসেজ প্রেরন করে আসছে। ফোনে হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সৈয়দ রিফায়াত হাসান কিরন থানায় জিডি করেন। কিরন জানান, আমার বাজারে ব্যাবসা বানিজ্য থাকা অবস্থায় কারো সাথে কোন ব্যাবসায়ীক বা রাজনৈতিক কোন বিরোধ নেই। তাই কে বা কারা প্রাণ নাশের হুমকি দিচ্ছে সেটা বলতে পারছি না। তবে তাদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানিয়েছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীমউদ্দীন বলেন আমরা সাধারণ ডায়েরি পেয়েছি বিষয় টা তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।।
Leave a Reply