পিচঢালাই আর ইট-খোয়া উঠে কেশবপুর পৌরসভার অতি গুরুত্বপূর্ণ হাজি মকছেদ আলী সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই করুণ দশা হয়েছে। কেশবপুর পান বাজার, সুপারি বাজার, চাল বাজার, নারকেল বাজার ও ধান বাজারে চলাচলের একমাত্র রাস্তা এটি। ফলে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা ও এসব বাজারে আসা শতশত মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। একটু বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে পানি বেঁধে জলাশয়ের রুপ ধারণ করছে।
পানবাহী ভ্যান চালক মফিজ বলেন রাস্তাটি সংস্কারের জোর দাবি জানাই, এর থেকে আমাদের গ্রামের রাস্তা ভাল।
এ অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সড়ক গুলো দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় এলাকাবাসী ও দুর্ভোগ পোহানো মানুষেরা।
Leave a Reply