যশোরের কেশবপুরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মহিলা ও পুরুষ কাউন্সিলর প্রার্থীগন দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়ে রাতদিন ব্যস্ত সময় পার করছেন৷
কাউন্সিলর পদ প্রার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ও গাছে গাছে ফেসটুন টাঙ্গিয়ে তাদের প্রার্থীতা জানান দিচ্ছেন। কেশবপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে মহিলা ও পুরুষ কাউন্সিলর পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। দিনব্যাপী তারা তাদের সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসব সম্ভাব্য পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রতিদিন তাদের নিজ নিজ ওয়ার্ডে পথসভা, মতবিনিময়, আলোচনা সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।
জানা যায়, পৌরসভার ১,২,ও ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন সাবেক ব্যাংক কর্মকর্তা রাশিদা খাতুন, পৌর মহিলা আওয়ামীলীগের সদস্য খাদিজা খাতুন।
৪,৫, ও ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন মুক্তি খাতুন ও মমতাজ বেগম।
৭,৮, ও ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন আসমা বেগম ও জাহানার পারভীন।
১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন বর্তমান কাউন্সিলর আতিয়ার রহমান, যুবলীগ নেতা লিটন গাজী। ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম ও শাহিন। ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলার ও পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সরদার, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মশিয়ার রহমান, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নাছির উদ্দীন সরদার। পৌর ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, আওয়ামীলীগ নেতা সৈয়দ আকমল আলী, ওলিয়ার রহমান উজ্জ্বল, হেলাল উদ্দীন বিশ্বাস। ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন সাংবাদিক শেখ শাহিন। ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার খান, সাংবাদিক মদন সাহা অপু, যুবলীগ নেতা কামাল হোসেন খান, শ্রমিক নেতা শাহিদুজ্জামান শহিদ, খালেদুর রহমান টিটু। ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন আওয়ামীলীগ নেতা শেখ আনিলুর ইসলাম। ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও বর্তমান কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, ৯ নং ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সাবেক কেশবপুর উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ। এসব সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিদিন তাদের গণসংযোগের ছবি প্রচার চালিয়ে যাচ্ছেন।
এছাড়া প্রার্থীরা গণসংযোগ কালে সাধারণ ভোটারদের নিকট দোয়া চাওয়া, মতবিনিময় ও আলোচনা সভাসহ ব্যাপকভাবে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
Leave a Reply