শেরপুর সদর আসনের টানা ৫ বারের এমপি ও সংসদের হুইপ আতিউর রহমান আতিকের দুঃখ- এখানে নিজ দল ও অন্যদল অনেকেই ক্ষমতায় ছিলেন আছেন কিন্তু কেউ তাকে সদরের উন্নয়নে সহযোগীতা করেনি। বরং শেরপুরের উন্নয়নের প্রশ্নে তাকে বাধা গ্রস্থ করা হয়েছে এবং হচ্ছে। শেরপুর জেলার সদর উপজেলার উন্নয়ন কেটে নিয়ে বেশী ক্ষমতাবানরা অপ্রয়োজনে নিজেদের নির্বাচনী এলাকায় নিয়ে যাচ্ছেন।
তিনি উদাহারণ দিয়ে বলেন, প্রতি জেলা সদরে একটি মহিলা হোষ্টেল থাকে।এটি কেটে নিয়ে নালিতাবাড়ীতে করা হয়েছে।এখানে কেউ থাকে না।সম্প্রতি জেলায় তিনটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে যার একটিও সদরে হয়নি।নকলায় করা হয়েছে দুটি নালিতাবাড়ীতে একটি।বিশাল একটি হিমাগার হয়েছে যা জেলা সদরে হওয়ার কথা ছিল কিন্তু হলো নকলায়।কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কেটে নিয়ে দেওয়া হলো নকলায়।এভাবে সদরের উন্নয়ন কেঁটেছেটে জেলার একজন বিশেষ নেতার নির্বাচনী এলাকায় করা হচ্ছে।গত ৭ বছরে জেলা সদরে কৃষি সংক্রান্ত কোন স্থাপনা শেরপুরে হয়নি।সব হয়েছে একটি বিশেষ এলাকায়।২৫ বছরের এমপি জীবনে প্রধানমন্ত্রী ছাড়া কোন সহযোগীতা কারও কাছে পেলাম না।সেই পচিশ বছর ধরেই উজান ঠেলে নৌকা বেয়ে যাচ্ছি – এমন আক্ষেপ করে একান্ত সাক্ষাৎকারে গতকাল ২১ সেপ্টেম্বর বিকালে কথা গুলো বলেন হুইপ আতিক।
Leave a Reply