নাটোরের নলডাঙা উপজেলায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষনের আয়োজন করা হয়। আজ বুধবার(২৩ সেপ্টেম্বর) ধামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন রামেশ্বর কর্মজীবি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো.আরিফুল ইসলাম।
জানাগেছে,উপজেলার বাসুদেবপুর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৬ নং ধামনপাড়া পল্লী সমাজের উদ্যোগে ৪০ জন সদস্যদের নিয়ে নারীদের কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষন পরিচালনা করেন এস এম কামরুল হাসান। প্রশিক্ষনে উপস্থিত নারীদের কর্মমুখি শিক্ষা গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার জন্য বলা হয়। এ ছাড়াও কর্মসংস্থান সৃষ্টির জন্য যে সকল প্রশিক্ষন গ্রহণ করা দরকার সকল বিষয়ের উপর মহিলাদেও আগ্রহী হওয়ার আহবান জানানো হয়।
প্রশিক্ষনের বাস্তবায়ন করেন রামেশ্বর কর্মজীবি মহিলা সমিতি। আর সার্বিক তত্বাবধান করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী মোঃ হাসিনুর রহমান, ব্র্যাক (সিইপি) ফিল্ড অফিসার মোছাঃ রোজিনা আক্তার । এবং সার্বিক ভাবে সহযোগীতা করেন পল্লী সমাজের সভাপ্রধান রোজিনা বেগম।
Leave a Reply